Showing posts with label বিরহের কবিতা. Show all posts
Showing posts with label বিরহের কবিতা. Show all posts

Sunday, May 30, 2021

বাঁজিয়ে দাও শেষ বাঁশি

বাঁজিয়ে দাও শেষ বাঁশি


বাঁজিয়ে দাও শেষ বাঁশি

মোহাম্মদ সহিদুল ইসলাম

কিছু কিছু মানুষের জীবনে ভালবাসা চাওয়াটাই হেম

অপরাধী জীবন দিয়ে পাঠাইয়া বিধি, দিলে কেন প্রেম?

মন থেকে ভালবাসা উঠিয়ে তুমি নাও,

এমন জীবন চাইনা বিধি, নিষ্কৃতি দাও।

কোন জনমের অপরাধে বিধিগো জীবন হইলো ব্লেম,  

অপরাধী জীবন দিয়ে পাঠাইয়া বিধি, দিলে কেন প্রেম?

ভালবাসা আমার জন্য হলে অপরাধ!!!  

মনের মধ্যে দিলে কেন ভালবাসার সাধ?

কি করে বাঁচবো আমি? রক্তে ঢুকছে হেমলকের হেম।

অপরাধী জীবন দিয়ে পাঠাইয়া বিধি, দিলে কেন প্রেম?

কি আর হবে বেঁচে থেকে নষ্ট জীবন নিয়ে?

কি আর আমি করবো বিধি এমন জীবন দিয়ে?

বাঁজিয়ে দাও শেষ বাঁশি, ভাল্লাগে না জীবন নামের গেম,  

অপরাধী জীবন দিয়ে পাঠাইয়া বিধি, দিলে কেন প্রেম?